ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

এলাকাবাসীর মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:২৭ এএম

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধ ও আলগী গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের পায়রা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, এবিপার্টি পটুয়াখালী জেলার সদস্য সচিব, প্রকৌশলী মো. কামাল হোসেন, ইউপি সদস্য সরোয়ার শিকদার, সাবেক ইউপি সদস্য সুলতান তালুকদার, স্থানীয় বাসিন্দা জাকির বিশ্বাস, সুমন হাওলাদার, প্রেসক্লাব দুমকির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ইতোমধ্যেই আলগী গ্রামের বেশির ভাগ পায়রা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। পায়রা নদীর স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় লেবুখালী থেকে আলগী গ্রামের প্রায় ২ কিলোমিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পুরো আলগী গ্রামে ভাঙনের আতঙ্ক বিরাজ করছে। নদীভাঙনে অন্তত: শতাধিক পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছেন।