কিশোরগঞ্জ কুলয়িারচরে বালুবাহী ট্রাক্টররে সঙ্গে মোটরসাইকলেরে মুখোমুখি সংর্ঘষে কুলয়িারচর উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে পরসিংখ্যান র্কমর্কতা জয়নাল আবদেীন (২৫) নিহত হয়ছেনে। তিনি গত সাত মাস আগে ওই হাসপাতালে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। নিহতরের বাড়ি কটয়িাদী উপজলোয়। পুলশি সূত্রে জানা গেছে রোববার সকালে জয়নাল আবেদীন মোটরসাইকলে যোগে র্কমস্থলে যাওয়ার পথে রামদী ইউনয়িনরে কামালয়িা কান্দি এলাকায় ট্রাক্টররে সঙ্গে সংর্ঘষ ঘটে। গুরুতর আহত জয়নালকে স্থানীয়রা উদ্ধার করে উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে নিয়ে আসলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে। ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যায়।
উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে জরুরি বভিাগরে চিকিৎসক ডা. সামিয়া বলেন, ‘নিহত হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আমরা তার মৃত্যুর কারণে শোকাহত।’ কুলয়িারচর থানার ওসি হলোল উদ্দনি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।