ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বজ্রপাতে তরুণের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:৩৫ এএম

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে শরীফুল ইসলাম (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতে শরীফুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীফুলের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমি ছেলের ১’শ গজ সামনে ছিলাম। হঠাৎ সামনে বজ্রপাত হলো। কীভাবে কী হলো বুঝতেই পারিনি। হাসপাতালে নেওয়ার পর ছেলের মৃত্যু হয়েছে।’ দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন বলেন, ‘শরীফুল ইসলাম বজ্রপাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’