ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঘরে ঘরে সর্দিজ্বর ও ডায়রিয়ার রোগী

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:৩৬ এএম

**** রামেকে বাড়ছে অতিরিক্ত রোগীর চাপ
**** ২৪ ঘণ্টায় ৯০ রোগী ভর্তি

রাজশাহীতে ঘরে ঘরে সর্দি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দেখা দিয়েছে। শহর থেকে গ্রাম সব জায়গাতেই আক্রান্ত হচ্ছেন মানুষ। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ সবাই রয়েছে রোগীর তালিকায়।

গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ঘুরে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৯০ জন রোগী। এরমধ্যে সর্দি-জ্বরে ৫০ জন ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রোগী ভর্তি হচ্ছে। এসবের মধ্যে সর্দি, জ্বর ও ডায়রিয়া আক্রান্ত রোগীও রয়েছে। তবে শিশুর চেয়ে প্রাপ্তবয়স্ক রোগীদের সংখ্যাই বেশি।

হাসপাতাল সূত্রে জানা গেছে- সর্দি, জ্বর নিয়ে গেল ১৩ আগস্ট ভর্তি হয়ছে ৫০ জন রোগী। এরমধ্যে প্রাপ্তবয়স্ক ৪২ জন ও ৮ জন শিশু রয়েছে। তার আগের দিন (১২ আগস্ট) হাসপাতালে সর্দি, কাশি ও জ্বর নিয়ে চিকিৎসা নিয়েছেন ৬০ জন। এরমধ্যে প্রাপ্তবয়স্ক ৫০ জন ও ১০ জন শিশু। তার আগের দিন (১১ আগস্ট) ৫০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৩৫ জন ও ১৫ জন শিশু। অপরদিকে, গেল ১৩ আগস্ট ডায়রিয়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৪০ জন। এরমধ্যে ২৪ জন প্রাপ্তবয়স্ক ১৬ জন শিশু রয়েছে। এ ছাড়া ১২ আগস্ট ৫৫ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক ৩৫ ও শিশু ২০ জন। এ ছাড়া ১১ আগস্ট ৫০ জনের মধ্যে ৩০ জন প্রাপ্তবয়স্ক ও ২০ শিশু ভর্তি হয়েছে।

জানা গেছে, সর্দি, জ্বর, গলাব্যথা ও কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। সাধারণ ভাইরাল ফ্লু হলেও এর সংক্রমণ কিছুটা বেড়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসচেতনতা কম থাকায় সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত। হাসপাতালে টাইফয়েড কিংবা সাধারণ মৌসুমি ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত বেশি। উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, গলাব্যথা, হালকা কাশি, মাথা ও শরীর ব্যথা, দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে হালকা শ্বাসকষ্ট।

৫৫ বছর বয়সি মুন্নেজান বেগম। তিনি পাবনার ঈশ্বরদী থেকে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, ডেঙ্গু বা করোনা হয়নি। নমুনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু জ্বর যাচ্ছিল না। গতকাল বুধবার থেকে আর জ্বর আসেনি। সুস্থ মনে হলেও দর্বলতা কাটেনি।

রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, হাসপাতালে সর্দি, জ্বর ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে খুব বেশি না। স্বাভাবিকের চেয়ে একটু বেশি। এই সময় এই ধরনের রোগ হয়ে থাকে। তবে বেশি আক্রান্ত হচ্ছে প্রাপ্তবয়স্করা।