ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

গৃহবধূর আত্মহত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:০১ এএম

জয়পুরহাটের আক্কেলপুরে বাপের বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুরাইয়া আক্তার সাম্মী (১৮) নামে এক গৃহবধূ। গত রোববার পৌরসভার মানিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে দীর্ঘসময় ঘর থেকে না বের হলে পরিবারের লোকজন ডাকতে যান। পরে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাম্মীর লাশ দেখতে পান তারা।

ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, দেড় বছর আগে প্রেমের সূত্রে মো. রানা (২৩) নামের এক যুবকের সঙ্গে সাম্মীর বিয়ে হয়। পরিবার এই বিয়ে মেনে নেয়নি। সম্প্রতি স্বামীর বাড়ি থেকে প্রায়ই বাবার বাড়িতে যাতায়াত করতেন তিনি। তিন দিন আগে বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে বাবার বাড়িতে এসে মায়ের সঙ্গে কথা-কাটাকাটির পর অভিমানে আত্মহত্যা করেন।