ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

১৯৩ কেজি গাঁজা ও অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:২৫ এএম

নওগাঁর মান্দায় ১৯৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে আরও ২১ বোতল ফেনসিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কারবারির নাম আলম ইসলাম (৩২)। সে মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন ম-লের ছেলে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামে রাত আড়াইটার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে আলম ইসলাম নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৩ দশমিক ৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও জানানো হয়, গ্রেপ্তার আলম একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরেই অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।