চট্টগ্রামের পটিয়ায় আদালতের রায় ঘোষণার পরপরই মোহাম্মদ আলী আজগর (৩২) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল ৩টার দিকে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের বিচারক তাররাহুম আহমেদ ২০২১ সালের ইয়াবা উদ্ধার মামলায় আলী আজগরকে ২ বছরের সশ্রম কারাদ- দেন। রায় ঘোষণার পরপরই তিনি বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাদল জানান, ২০২১ সালে হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইনে ৪ শত পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনকে আসামি করা হয়। আলী আজগরকে পলাতক আসামি হিসেবে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ‘রায় ঘোষণার কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর শুনি।
আদালতের পেশকার মাহবুব রানা বলেন, রায় ঘোষণার সময় আলী আজগর আদালতে উপস্থিত ছিলেন। ‘সাজার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।’
আইনজীবীদের মতে, সাজা শোনার পরপরই আসামির মৃত্যু একটি অস্বাভাবিক ঘটনা। এটি আদালতের নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা সহায়তার প্রাপ্যতা এবং বিচারপ্রক্রিয়ার মানসিক চাপ নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদি বিচারপ্রক্রিয়া ও অনিশ্চয়তা আসামিদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে।