ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যা - দুই ভাতিজা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:০০ এএম

নওগাঁর আত্রাইয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে আজিজার রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ নিহতের দুই ভাতিজা বাবু (৪০) ও আব্দুল আলিমকে (৩০) গ্রেপ্তার করেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিজার রহমান ওই গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে। গ্রেপ্তার দুই ভাতিজা আজিজার রহমানের বড় ভাই আলাউদ্দীনের ছেলে। পুলিশ গত সোমবার গভীর রাতে মরদেহ উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আজিজার রহমানের বড় মেয়ে হেনা আক্তার জানান, তার আপন চাচাতো ভাই বাবু ও আব্দুল আলিমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে বাবা আজিজার রহমানের বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যার একটু আগে চাচাতো ভাই বাবু এবং আলিম বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে বাবা বাধা দেন। এ সময় বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই বাবা মারা যান। হেনা বলেন, বাবাকে লাঠিপেটা করার সময় ছোট ভাই মুকুল হোসেন এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে।

ঘটনার খবর পেয়ে রাতেই আত্রাই থানার পুলিশ ঘটনাস্থল থেকে আজিজারের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আজিজারের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে বাবু, আলিমসহ সাতজনকে আসামি করে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, বৃদ্ধ আজিজারকে পিটিয়ে হত্যার ঘটনায় তার ছেলে মুকুল হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত বাবু ও আলিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল সকালে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।