ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ওয়্যারলেসে বার্তা ফাঁস - ৩ দিনের রিমান্ডে সেই কনস্টেবল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:০২ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেসে (ওয়াকিটকি) দেওয়া বার্তা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

জানা যায়, গত ১১ আগস্ট বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন পুলিশের এসআই আবু সাঈদ ওরফে রানা। এর পরদিন কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেন। এ সময় খুলশী থানার কনস্টেবল অমি দাশ ওয়াকিটকির ওই নির্দেশ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

সংবেদনশীল বার্তা ফাঁসের ঘটনায় সিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তে নেমে গত রোববার অমি দাশকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়।

তথ্য অনুযায়ী, অমি দাশ ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চট্টগ্রামের বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছবি পাওয়া গেছে। আওয়ামী লীগ নেতাদের সুপারিশে তিনি ২০১৩ সালে পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দেন। বর্তমানে টেলিকম ইউনিটে কর্মরত থাকলেও প্রেষণে খুলশী থানায় অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার রামকৃষ্ণ মিশন রোডের সূর্য মহাজন বাড়িতে। তার বাবা রাজীব দাশ পটিয়া পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক।