ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে অর্ধকোটি টাকার ভেজাল ওষুধসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:০৪ এএম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভেজাল ও অবৈধ যৌনউত্তেজক ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামানের নেতৃত্বে অভিযানে গ্রেপ্তাররা হলেনÑ আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০)। পুলিশ জানায়, অভিযানে তিন বস্তা ট্যাবলেটের কৌটা, আট বস্তা কথিত ন্যাচারাল ড্রিংকিং পাউডার এবং তিন বস্তা নীল রঙের পাউডার প্যাকেট জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ৫০ লাখ ১৭ হাজার টাকা। দীর্ঘদিন ধরে তারা ‘এলিট করপোরেশন’ ও ‘জিএমআইটি’ নামের স্টিকার ব্যবহার করে এসব অবৈধ পণ্য তৈরি ও বাজারজাত করছিলেন।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা ভেজাল ওষুধ তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করত। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।