পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতী সৈকতসংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল সকালে সমুদ্রপাড়ে ঘুরতে যাওয়া স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। তিনি জানান, ‘গঙ্গামতীর সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘সকালে সমুদ্রপাড়ে হাঁটতে গিয়ে মরদেহটি দেখতে পাই। ধারণা করছি, এটি ডুবে যাওয়া ট্রলারের কোনো জেলের মরদেহ হতে পারে।’ এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ ম-ল জানান, মরদেহটি থানায় আনা হয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন