‘দীপ্ত শপথে লড়ব, বেলাবকে স্বতন্ত্র সংসদীয় আসনে গড়ব’ এই স্লোগানে নরসিংদীর বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। গতকাল শনিবার বিকেলে উপজেলার বেলাব বাজারের শাপলা চত্বরে ‘স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থানের কারণে বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার যোগ্যতা রাখে। বর্তমানে বেলাব নরসিংদী-৪ (বেলাব- মনোহরদী) আসনের অংশ হলেও স্বতন্ত্র আসনের দাবি উপজেলার সর্বস্তরের জনগণের।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মো. ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূইয়া, বেলাব সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম আক্তারুজ্জামান প্রমুখ।
এ সময় চলো গড়ি বেলাব অ্যাডমিন প্যানেলের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন