বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল ও সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল। গতকাল বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোকন সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামদুদুর রহমান সানজাদ, শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হক, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক সোহান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন