লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করা হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়নের মজুচৌধুরীর হাট বাজার থেকে র্যালিটি শুরু হয়ে লক্ষ্মীপুর-ভোলা সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র্যালির শুরুতেই নবনির্বাচিত বিএনপির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিলন ও সাংগঠনিক সম্পাদক হাকিম আলী সর্দারকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। র্যালিতে সদর (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবীর, সদর (পশ্চিম) ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান, চর রমণীমোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বাশার, চর রমণীমোহন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক দিদার মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন