ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জরাজীর্ণ যাত্রী ছাউনি মরণফাঁদে যাত্রীরা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০১:১৮ এএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পকেটখালি মোড়ে অবস্থিত একটি যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে এখন এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলার শেষ প্রান্তে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির পাশ দিয়েই সংযোগ হয়েছে রাজশাহীর পুঠিয়া-আড়ানী-বাঘা সড়কের সঙ্গে। প্রতিদিন শত শত যাত্রী এই রাস্তায় যাতায়াত করেন। দূর-দূরান্ত থেকে আসা ক্লান্ত যাত্রীদের জন্য একমাত্র আশ্রয়স্থল হলেও জরাজীর্ণ অবস্থা এখন যাত্রীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ছাউনিটির খুঁটি ভেঙে পড়েছে, কোনোভাবে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। টিনের চালায় অসংখ্য ফুটা, পামের দেয়ালে বড় বড় ফাটল-যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে পুরো ছাউনি। তবুও বাধ্য হয়ে পথচারী ও যাত্রীরা এর নিচেই বসে থাকছেন।

স্থানীয় বাসিন্দা সুজন আলী (২৮) বলেন, ‘প্রায় ২০ বছর আগে এই ছাউনিটি নির্মাণ করা হয়েছিল। আগে প্রতিদিন মানুষ বসত, এখন ভাঙা হয়ে যাওয়ায় কিছুটা কমে গেছে, কিন্তু ক্লান্ত যাত্রীরা এখনো এখানে আশ্রয় নেন।’

পাশের চায়ের দোকানদার তরিকুল ইসলাম (৪৫) জানান, ‘৩ কিলোমিটারের মধ্যে কোনো বসতবাড়ি নেই। ফলে বিভিন্ন হাটের যাত্রী, ভ্যানচালক ও পথচারীরা এখানে বসেন। তাই দ্রুত সংস্কার প্রয়োজন।’

স্থানীয় চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ‘যাত্রী ছাউনিটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে পুনর্নির্মাণ বা সংস্কারের অনুরোধ করেছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, ‘আমরা বিষয়টি জেনেছি। সংস্কারের প্রস্তাব তৈরি করা হয়েছে এবং দ্রুত সংস্কারের চেষ্টা চলছে।’