চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে আমিরাবাদ ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে চট্টগ্রামগামী একটি বাস চাপা দিলে মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মোটরসাইকেল দোহাজারি হাইওয়ে থানায় নিয়ে যায় ও মরদেহ দুটি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। তবে ঘাতক বাসকে আটক বা চিহ্নিত করতে পারেনি কেউ। নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) ও চট্টগ্রাম জেলার ভূজপুর থানার কাজিরহাট এলাকার আ. রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)। দোহাজারি হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম বলেন, ‘ঘটনাস্থলে আমাদের সদস্যরা গিয়ে মরদেহ ও গাড়ি উদ্ধার করে। গাড়ি আমাদের হেফাজতে রয়েছে। মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’