ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ আটক

পূর্বাচল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০১:৪৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের টহল দলের অভিযানে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পূর্বাচলের নীলা মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নীলা মার্কেট ও আশপাশের এলাকায় কিছু অসাধু ব্যক্তি দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। এতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল গোপনে তৎপরতা চালিয়ে বিষয়টি নিশ্চিত হয় এবং বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে। ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদা আদায়ের সময় মো. দ্বীন ইসলাম (৩৮) ও মো. আলম (৫৪) নামের দুজনকে হাতেনাতে আটক করে। অভিযানের সময় তারা বিভিন্ন দোকান থেকে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছিল বলে সেনাবাহিনী জানায়। অভিযানে তাদের কাছ থেকে ৪৩ হাজার ৪৯০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলে জানা গেছে। পরে তাদের প্রাপ্ত আলামতসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

পূর্বাচল আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, পূর্বাচল দ্রুত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক অঞ্চলে পরিণত হচ্ছে। এ সুযোগে একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পূর্বাচলে কোনো ধরনের চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকা- যাতে না ঘটে, সে লক্ষ্যে সেনাবাহিনী নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রাখবে।’

একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা গরিব মানুষ, সরকারি জায়গায় দোকান তুলে জীবিকা চালাই। কিছু দিন ধরে কয়েকজন লোক এসে জোর করে চাঁদা নিচ্ছিল। ভয় পেয়ে কিছু বলতে পারিনি। সেনাবাহিনী না এলে হয়তো এই অত্যাচার চলতেই থাকত। এখন অন্তত একটু স্বস্তি পাচ্ছি।’ এদিকে আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে রূপগঞ্জ থানা পুলিশ।