টাঙ্গাইলের গোপালপুরে চালকের গাফিলতিতে পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঝিনাই নদীতে পড়ে দুই নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। ধীরে সড়কের পূর্ব পাশ দিয়ে গাড়ি চালালে দুর্ঘটনা এড়ানো যেত, কিন্তু তাড়াহুড়ো করে পশ্চিম পাশের ভাঙা অংশ দিয়ে যেতে গিয়ে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে সাতজন যাত্রী ছিলেন। গাড়িটির গায়ে ‘সুইড বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের স্টিকার লাগানো ছিল। আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নির্জয় জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।