ময়মনসিংহে সার ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মলন থেকে কৃষকদের চাহিদামতো সার বরাদ্দ, সার ডিলারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ, অংশীজনের সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়ন, উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্যের দাবি করা হয়। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ময়মনসিংহ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার নেতারা অংশগ্রহণ করেন। বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এস এম বাবুল, সাবেক পরিচালক শহিদুর রহমান, মোহাম্মদ চান মিয়াসহ অন্যরা। এ সময় বক্তারা বিদ্যমান নীতিমালার আলোকে ডিলারশীপ প্রথা বহাল এবং যৌক্তিক কমিশন না বাড়ালে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।