ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

হল্যান্ড ‘ভয়ংকর’ ফরোয়ার্ড: গার্দিওয়ালা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০২:১০ এএম

ক্লাব কিংবা জাতীয় দলে মাঠে নেমেই প্রতি ম্যাচে গোল পাচ্ছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হল্যান্ড। নরওয়ের এই ফুটবলারের ভূঁয়সী প্রশংসা করেছেন সিটির কোচ পেপ গার্দিওয়ালা। তার মতে, হল্যান্ড একজন ‘ভয়ংকর’ ফরোয়ার্ড। প্রতিপক্ষ দলের কোচ হিসেবে হল্যান্ডকে আটকানোর ছক একবারই করতে হয়েছিল গার্দিওয়ালাকে। বাকি জীবনে সেই অভিজ্ঞতা আর পেতে চান না তিনি। তবে এখন প্রতিপক্ষ কোচ হিসেবে থাকলে অপ্রতিরোধ্য এই হল্যান্ডকে আটকানোর সম্ভাব্য একটি পথ বাতলে দিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সেই রাখতে হবে চারজনকে!

এবারের মৌসুমে প্রতিপক্ষ দলের রক্ষণে ম্যাচের পর ম্যাচ আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন হল্যান্ড। ক্লাব ও দেশের হয়ে ১২ ম্যাচে গোল করে ফেলেছেন ২১টি। মলদোভার বিপক্ষে ৫ গোল, ইসরাইলের বিপক্ষে হ্যাটট্রিক করে নরওয়েকে নিয়ে গেছেন বিশ^কাপে জায়গা করে নেওয়ার কাছাকাছি। সিটির হয়ে ১২ গোল করেছেন তিনি ৯ ম্যাচেই। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হারের ম্যাচটি ছাড়া গোল করেছেন অন্য সব ম্যাচেই। আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন তিনি ক্লাবের হয়ে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গার্দিওয়ালা বললেন, এমন একজন ফরোয়ার্ডকে নিজ দলে পাওয়াটাই বড় স্বস্তির। তিনি বলেন, ‘সে যখন ডর্টমুন্ডে ছিল, তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়েছিল আমার। আশা করি, বাকি জীবনে আর কখনো তার মুখোমুখি হতে হবে না। আমি প্রতিপক্ষ ম্যানেজার হলে এখন তাকে আটকাতে চারজন সেন্ট্রাল ডিফেন্ডার রাখতাম।’ তিনি আরও বলেন, ‘সে শীর্ষ মানের ফুটবলার। বিশ^ ফুটবলে হয়তো চার-পাঁচ-ছয়জন বা দশজন ফুটবলার আছে, যারা একা পার্থক্য গড়ে দিতে পারে। সে তাদেরই একজন।

আশা করি, সে বহু বছর আমাদেরই থাকবে এবং তাতে আমরা খুবই খুশি।’ ক্লাবের হয়ে গত দুই মৌসুমেও ভালো ফর্মে ছিলেন হল্যান্ড। তবে তাকে সেরা চেহারায় এখনই দেখছেন সিটি কোচ। পাশাপাশি জানিয়ে রাখলেন, বাজে সময়েও তিনি প্রবলভাবেই থাকবেন পাশে। গার্দিওয়ালা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (হল্যান্ডের সেরাটা দেখছি)। সে খুব ভালো অনুভব করছে এখন এবং তার পারফরম্যান্সের মান, শুধু গোলের দিক থেকে নয়, অনেক দিক থেকেই অসাধারণ।’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত বলতে পারি, এই পারফরম্যান্সে ভাটা পড়বেই। কারণ এতটা অসাধারণ ফর্ম টানা ধরে রাখা সম্ভব নয়। তবে তখনো আমি তার পাশে থাকব, আমরা তার পাশে থাকব। বাজে সময়ে সব সময়ই পরস্পরের পাশে থাকতে হবে আমাদের। এখন খুব বেশি প্রশংসা ও বিশেষ স্তুতি তার প্রয়োজন নেই।’