ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিনা ছুটিতে বিদেশে থাকা চার শিক্ষিকা চাকরিচ্যুত

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:২৯ এএম

*** দীর্ঘ অনুপস্থিতির কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান বিঘ্নিত 

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চারজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিনা ছুটিতে বিদেশে অবস্থান করার কারণে চাকরিচ্যুত করা হয়েছে। শিক্ষকরা দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষকদের শূন্যতা তৈরি হয়েছে এবং স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়।

চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাজেদা বেগম, আলম রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জারিন তাসনিম, মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফসানা ইসলাম এবং ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদিকুর নাহার শেখা। তারা দেশের বাইরে অবস্থান করছিলেন, কিন্তু কোনো বৈধ ছুটি গ্রহণ করেননি।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিচালক শাখাওয়াত এরশেদ জানান, সরকারি কর্মচারীদের জন্য বিনা ছুটিতে ৬০ দিনের বেশি বিদ্যালয়ে অনুপস্থিত থাকা নিষিদ্ধ। এ নিয়ম লঙ্ঘনের কারণে ফেঞ্চুগঞ্জের ওই চারজন সহকারী শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। পরিচালক শাখাওয়াত এরশেদ আরও বলেন, ‘শিক্ষকদের দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। দীর্ঘদিন অনুপস্থিতি স্থানীয় বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। অবহেলার কারণে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে যাতে শিক্ষার্থীদের স্বার্থে ক্ষতি না হয়।’ শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষক শূন্যতা পূরণের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে বিদ্যালয়ে পাঠদান স্বাভাবিকভাবে পরিচালনা করা যায়।