ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শ্রমিকদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:৩৪ এএম

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাস্টাররোলভুক্ত কর্মচারীদের বেতনবৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা শাখা। গতকাল রোববার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে এ কর্মসূচি করা হয়। বক্তারা বলেন, দাবি আদায়ে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মাস্টাররোলভুক্ত কর্মচারীদের ‘৩২১১০৪- আনুষঙ্গিক কর্মচারী-প্রতিষ্ঠান’ কোডের আওতায় এনে মাসিক ভিত্তিতে বেতন প্রদান এবং দৈনিক মজুরির হার নির্ধারণের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে ২৭ মামলার নীতিমালায় আরও ৭টি মামলা অন্তর্ভুক্ত করা এবং প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।