ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:৩৬ এএম

কুষ্টিয়ায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে নিজের বসতঘরের বারান্দায় এ ঘটনা ঘটে। গতকাল সকালে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। নিহত মোশারফ হোসেন একই এলাকার মৃত আকবর ম-লের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এই হত্যাকা- ঘটিয়েছে। পরে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান বলেন, নিহত ব্যক্তির বুকে হাঁসুয়া-জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।