মাগুরার শালিখায় মসজিদে মিলাদের মিষ্টি (জিলাপি) কম দেওয়ায় ক্ষোভে মিষ্টি বিতরণকারী জিসান নামের এক কিশোরকে ছুরিকাঘাত করেছে শিপন নামের এক বখাটে। এ সময় জিসানকে বাঁচাতে এগিয়ে এসে হাওয়া বেগম নামের এক নারীও আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শতখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জিসান (১৫) ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে। হাওয়া বেগম (৫০) একই গ্রামের হয়জার রহমানের স্ত্রী। আর অভিযুক্ত শিপন পাটোয়ারী (১৯) একই গ্রামের তোফায়েল পাটোয়ারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার শতখালী গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের জন্য মিলাদের ব্যবস্থা করা হয়। মিলাদ শেষে জিসান মুসল্লিদের মধ্যে মিলাদের জিলাপি বিতরণ করে। বিতরণের সময় শিপন পাটোয়ারী তাকে মিষ্টি কম দেওয়া হয়েছে বলে অভিযোগ করে। এরপর জিসান রাতে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় শিপন জিসানকে ডেকে রাস্তার পাশে নিয়ে কিছু বুঝে উঠার আগেই ছুরিকাঘাত করতে থাকে। তখন তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসে। এর মধ্যে হাওয়া বেগমকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী জিসান জানান, শিপন এলাকায বখাটে হিসেবে চিহ্নিত। এলাকার বিভিন্ন চুরি ও অপকর্মের জড়িত সে। তার বিরুদ্ধে চুরির মামলাও আছে। তবে এত কিছুর পরও তার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারে না। কারণ, তার চাচা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে সে অবরাধ করলেও কাউকেই ভয় পাই না।
জানতে চাইলে শালিখা থানার ওসি ওলি মিয়া জানান, ঘটনাটি জেনেছি, ভুক্তভোগী পরিবারকে থানায় এসে অভিযোগ দিতে বলা হয়ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।