নেত্রকোনার কলমাকান্দায় পুকুরে ডুবে তিন বছর বয়সি সোয়াইবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোয়াইবা ওই গ্রামের মোশারফ হোসেন ও সাবিনা দম্পতির একমাত্র কন্যা। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সবাই নিজের কাজকর্মে ব্যস্ত ছিলেন। এ সময় সোয়াইবা অজান্তেই বাড়ির সামনের পুকুরের ধারে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোরশেদ নাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।