নওগাঁর সাপাহার উপজেলায় কুরআনের আলো হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ‘দাওয়াতুল কুরআন (তৃতীয় লিঙ্গ) হিজড়াদের মাদরাসা’র উদ্বোধন করা হয়েছে। গত রোববার বেলা ১১টায় সাপাহার মডেল মসজিদ প্রাঙ্গণে এই উদ্বোধন অনুষ্ঠান হয়। যা হিজড়া জনগোষ্ঠীর জন্য প্রথম মাদ্রাসা হিসেবে স্থান করে নিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মুহাম্মদ জহির রায়হান, সাধারণ সম্পাদক, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়াদের কল্যাণে বক্তব্য দেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লাহ হাবীবী। অন্যদের মধ্যে মাওলানা মুফতি আব্দুর রহমান আল আজাদ, পরিচালক, দাওয়াতুল কুরআন হিজড়া কল্যাণ ফাউন্ডেশন, মুফতি আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ।