ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কর্মী সম্মেলন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০১:৪৩ এএম

সোনাগাজীর চরদরবেশ ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন গতকাল সোমবার বিকেলে কেরামতিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঞাঁ। কর্মী সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, ফেনী জেলা-উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মারুফ, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, কেন্দ্রীয় জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বিএসসি, উপজেলা কৃষক দল নেতা নুর করিম প্রমুখ।