ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বৃদ্ধার লাশ উদ্ধার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০১:৪৫ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি জলাশয়ের ডোবা থেকে লক্ষ্মী রানী রাজবংশী (৮৫) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। নিহত এই বৃদ্ধা দীর্ঘদিনের প্যারালাইসিসের রোগী ছিলেন। গতকাল সোমবার উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। লক্ষ্মী রানী রাজবংশী ছিলেন মৃত যোগেশ রাজবংশীর স্ত্রী। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে রঞ্জিত রাজবংশী এবং ছেলের স্ত্রী পারবতী রাজবংশীকে আটক করেছে। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দরগ্রাম মাঝিপাড়া গ্রামে লক্ষ্মী রানী রাজবংশীর ছেলে ও ছেলের স্ত্রীরা ঠিকমতো দেখাশোনা না করার করণে তিন মেয়ের বাড়িতে থাকতেন। সম্প্রতি লক্ষ্মী রানী রাজবংশী ছেলের বাড়িতে আসেন। ছেলে ও ছেলের স্ত্রীরা ঠিকমতো দেখাশোনা না করে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।