ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

জজের সরকারি বাংলোয় দুর্ধর্ষ চুরি, আটক ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০১:৪৬ এএম

গাজীপুর সিটি করপোরেশনের আজিম উদ্দিন কলেজ রোডের সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায়, অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের বাস ভবন ‘গোধূলী’তে গত শনিবার মধ্যরাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গতকাল সোমবার সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ বাস ভবনে অনুপস্থিত থাকার সুযোগে রাত সাড়ে ১১টা থেকে পরদিন সকাল পৌনে ১১টার মধ্যে অজ্ঞাত নামারা মূল ফটক ভেঙে বাংলোর ভেতরে প্রবেশ করে। তারা এসি ইনডোর ও আউটডোরের বৈদ্যুতিক তামার তার, বাথরুমের ফিটিংস, তরকারি কাটার, সিরামিকসের প্লেট, বেসিনের পানির ট্যাপ, আলমারি ভাঙা কাপড়-চোপড় ও ব্যাগ, প্রেসার কুকার, রাইস কুকার, ওভেন, টর্চলাইট এবং প্লাস্টিকের পাইপসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর মোট মূল্য আনুমানিক ১ লাখ ১ হাজার ৫৫০ টাকা।

ঘটনার পরে বাসভবনের অফিস সহায়ক আল আমিন ফকির ও আনিস বিষয়টি বিচারককে জানান। পরবর্তী সময়ে বিচারক নিজে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, মামলা পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।