নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে ছোট নিক্সন ও বড় ভাই নিশানের মধ্যে বিরোধে ছোট ভাই নিক্সনের ছুরির আঘাতে প্রাণ গেল মিটু নামের একজন চা ব্যবসায়ীর।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার পেট্রোবাংলায় এ ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপের ছেলে। নিক্সন ও নিশান সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও নিহতের ভাই নিশান বলেন, ‘আমার ছোট ভাই মাহমুদুল হাসান নিক্সন (২৫) অনলাইন জুয়া নিয়মিত খেলে আসছে। গতকাল তার সঙ্গে এ নিয়ে আমার কথা-কাটাকাটি হয়। বিষয়টি আমার সম্বন্ধি জানার পর সকালে আমার বাসায় আসে। দুই ভাইয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করার উদ্যোগ নেয়। কিন্তু আমার ছোট ভাই কোনো কথা মানতে নারাজ। দুপুরে সে পেট্রোবাংলা মসজিদের সামনে গেলে ছুরি মেরে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি নাটোর মর্গে পাঠানো হয়েছে। আসামি ধরতে অভিযান চলমান রয়েছে।