ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য: জাকের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:৩৫ এএম

এশিয়া কাপ টি-টোয়েন্টির আসর দরজায় কড়া নাড়ছে। আসন্ন টুর্নামেন্টের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজ খেলেই এশিয়া কাপের জন্য প্রস্তুত হবে টাইগাররা। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন জাকের আলী অনিক। তিনি বলেন, ‘আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’ এরপর এশিয়া কাপে নিজের লক্ষ্যের কথা প্রসঙ্গে জাকের বলেন, ‘না, আমি নরমালি এত গোল সেট করি না আসলে। কারণ টি-টোয়েন্টিতে আমার ব্যাটিংটা সার্টেন চেঞ্জ হয়ে যায়। কখনো আগে যেতে হয়, তো আসলে ওই রকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়।

ওই রকমই থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি পাঁচে ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি সাতে কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করা যায়... এ রকমই, এর চেয়ে বেশি রান করা আমার জন্য পসিবল হয় না আসলে।’ নেদারল্যান্ডস সিরিজ নিয়ে জাকের বলেন, ‘ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে এটা একটা আন্তর্জাতিক সিরিজ। অবশ্যই আমাদের প্রতিটি ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। দলেরও একই রকম চিন্তা-ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচে জিততে হবে, একই প্রচেষ্টা দিয়ে খেলতে হবে। হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আমরা যেভাবে ক্রিকেট খেলি, সেটি যেকোনো দলের বিপক্ষেই হোক, আমরা সমানভাবে চেষ্টা করব।’

এদিকে, কদিন ধরে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাসে সময় কাটাচ্ছেন এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। ইংলিশ কোচের কাছ থেকে ছক্কা মারার ফর্মূলা শিখছেন লিটন, জাকেররা। শুধু টি-টোয়েন্টি ক্রিকেট নয়, যেকোনো ফরম্যাটের ক্রিকেটে কীভাবে পাওয়ার ক্রিকেট খেলা যায়- বিদেশি কোচের কাছ থেকে সেই তালিম নিচ্ছেন তারা। এ জায়গাটায় বেশি দুর্বলতা দেখা যায় বাংলাদেশের ব্যাটারদের। তাই নেদারল্যান্ডস ও এশিয়া কাপের আগে পাওয়ার হিটিংয়ে বিখ্যাত কোচ উডকে উড়িয়ে এনেছে বিসিবি।

ক্লোজ ডোর অনুশীলন হওয়ায় কোচের কাছ থেকে কী কী শিখলেন ক্রিকেটাররা, সেটি ছিল গোপন। তবে গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটার জাকের আলী অনিক জানালেন, উডের সঙ্গে তার পাওয়ার হিটিং বিষয়ে বেশ অভিজ্ঞতা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ হচ্ছে। কীভাবে আরও উন্নতি করা যায়। যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে। যারা টাইমার, তাদেরকে কীভাবে আরও ২-৩ মিটার ভালো দূরত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।’

উডের সঙ্গে বেশিদিন কাজ করার সুযোগ মিলছে না লিটন-জাকেরদের। কেননা এই কোচের সঙ্গে মাত্র ২৮ দিনের চুক্তি হয়েছে বিসিবির। এই কয়েক দিন কাজ করায় দৃশ্যমান কোনো উন্নতি হয়েছে কি না? জাকের বলেন, ‘এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না। কী উন্নতি হলো, কী না হলো, এগুলো বুঝতে আরেকটু সময় লাগবে। কিন্তু আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে, ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো অবশ্যই কাজে আসবে।’

বাংলাদেশ দলের অনুশীলনে নতুনত্ব যোগ করেছেন জুলিয়ান উড। এই কোচ এক স্পেশাল এক ব্যাট নিয়ে এসেছেন। যার নাম ‘প্রো ভ্যালোসিটি’। এই ব্যাট ক্রিকেটারদের ব্যাট স্পিড আর হাত-চোখের সমন্বয়ে সাহায্য করে। ব্যাটটা ঘোরালে যে শব্দ হয়, সেটাই বলে দেয় শটের শক্তি কেমন হলো। নতুন ব্যাট নিয়ে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে জাকের বলেন, ‘যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে, ওইটা যদি বের করা যায়, তখন ভালো লাগে। কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে। সাউন্ডটা বের করতে ফোর্স লাগে, আরও এফোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে অবশ্যই কাজে দেবে।’ পাওয়ার হিটিং ক্লাস করার পর নিজের খেলার ধরন বদলে ফেলতে হবেÑ ব্যাপারটি এমন নয়।

জাকের বলেন, ‘যারা টাইমার, তারা কীভাবে আরও ৪-৫ মিটার বাড়াতে পারে শটের দূরত্ব, সেটা নিয়ে কাজ করার কথা বলেছে। টাইমারদের কিন্তু পাওয়ার হিটার হতে বলেনি সে। টাইমাররা টাইমারই থাকবে। তারা কীভাবে শটের দূরত্ব আরও ৪-৫ বা ৬ মিটার বাড়াতে পারে...। এটা হলে যা হবে, আগে যেটা আউট হতো, সেটা এখন ছক্কা হয়ে যাবে।’ জাতীয় দলের ক্রিকেটারদের ক্লাস করানোর আগে ঢাকায় এসে প্রথমে স্থানীয় কোচ আর নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন পাওয়ার হিটিং কোচ উড। বর্তমানে মিরপুরে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প চলছে। এরপর সিলেটেও থাকবেন এই ইংলিশ কোচ।