ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

তাসকিনের সামনে চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:১৭ এএম

কদিন আগে ‘ছোটবেলার বন্ধু’কে মারধরের অভিযোগ উঠেছিল তাসকিন আহমেদের বিরুদ্ধে। এ ঘটনা ক্রিকেট মহলে বেশ আলোচিত বিষয় ছিল। যদিও শেষ পর্যন্ত বিষয়টি মীমাংসা হয়েছে। তবে তাসকিনকে ঘিরে সেই আলোচনা এখনো হয়। অবশ্য মাঠের বাইরের ব্যাপারে বেশি মনোযোগ দিচ্ছেন না জাতীয় দলের এই পেসার। ক্রিকেটেই সব মনোযোগ এখন তার। নেদারল্যান্ডস ও এশিয়া কাপ সামনে রেখে প্রাথমিক দলে থাকলেও শুরুতে ক্যাম্পে ছিলেন না এই ডানহাতি পেসার। হজ করতে সৌদি আরবে উড়ে যান এই ক্রিকেটার। দেশে ফিরে ক্রিকেটে মনোযোগী হয়েছেন এই অভিজ্ঞ বোলার। ঢাকায় স্কিল ক্যাম্পে ঘাম ঝরানোর পর সামনে সিলেটে আবার ক্যাম্প গড়বে বাংলাদেশ দল। এই ক্যাম্প শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোযেন্টি সিরিজ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। এই সিরিজেই এশিয়া কাপের মহড়া দেবেন তারা। এরপর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়ে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। নেদারল্যান্ডস সিরিজ আর এশিয়া কাপের জন্যই মূলত প্রস্তত হচ্ছেন ক্রিকেটাররা। তাসকিনও নিজেকে অনুশীলনে শানিয়ে নিচ্ছেন। শন ট্রেইটের ক্লাসে নিজের ভুলত্রুটিগুলো শোধানোর চেষ্টা করছেন এই পেসার।

টি-টোয়েন্টি ক্রিকেটে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল দুর্দান্ত সাফল্য দেখিয়েছে। গত মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ প্রথমবারের মতো জিতেছে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়েন লিটনরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে তিনটি করে উইকেট শিকার করেন তাসকিন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি ম্যাচ খেলেছেন এই বোলার। চলতি বছর এই তিন টি-টোয়েন্টি ম্যাচই খেলার সুযোগ হয়েছে তার। যেখানে এ পর্যন্ত ২০২৫ সালে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তাই কম ম্যাচ খেলার কারণে হয়তো সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাসকিনকে। মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে পারফর্ম করে যেতে হবে তাকে।

তবে যে তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন, সেখানে ভালো কিছুর বার্তা দিয়ে রেখেছেন। নেদারল্যান্ডস সিরিজে ভালো কিছু করার সুযোগ রয়েছে তার। তা ছাড়া যে দীঘ মেয়াদি ক্যাম্প হয়েছে জাতীয় দলের, এ প্রস্তুতিতে তাসকিন উপকৃত হবেন। তাসকিনের বোলিংয়ের ধার বেড়েছে। তার বিধ্বংসী গতির বলে দক্ষ ব্যাটারও হার মানেন। প্রত্যাশা করা হচ্ছে, সামনে এশিয়া কাপেও তাসকিন ভালো কিছু করে দেখাবেন। তার কাঁধেই পেস বোলিংয়ের নেতৃত্বের ভার থাকবে। সংযুক্ত আরব আমিরাতের উইকেটে তাসকিন ভালো করতে পারেন। তার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। এর আগে নেদারল্যান্ডস সিরিজে ভালো কিছু করে রিদম পাওয়ার চেষ্টা করবেন তাসকিন।

টি-টোয়েন্টি ক্রিকেটে পেস বোলিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তাসকিন। এ পর্যন্ত ৭৬টি ম্যাচ খেলে ৮৮টি উইকেট পেয়েছেন তিনি। তার সেরা ইনিংসে ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার। সর্বোচ্চ ১৩৯টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। এর জন্য ম্যাচ খেলেছেন ১১১টি। মোস্তাফিজ ও তাসকিনের পর আছেন শরিফুল ইসলাম। তার শিকার ৫৮ উইকেট।