ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফিক্সিং ইস্যুতে যা বললেন তামিম

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:৩১ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং ইস্যু নিয়ে ক্রিকেটপাড়া সরগরম। গণমাধ্যমের প্রতিবেদনে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে আলোচিত এই ইস্যুতে এখনই কথা বলতে চান না তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, পুরো রিপোর্ট বিসিবির কাছ থেকে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কথা বলা উচিত নয়। গতকাল মঙ্গলবার ফিজিক্যাল চ্যালেঞ্জেড ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্টটা কতটা নির্ভরযোগ্য, সেটাও তো আমরা জানি না। তো যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি প্রকাশিত হয়, তখন এটা নিয়ে কথা বলা যাবে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ক্রিকেট নিয়েই ব্যস্ত তামিম ইকবাল। ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে বৈঠকও করতে দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। তামিম সোমবার গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে। তিনি দেখতে গিয়েছিলেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোর সুবিধা। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, প্রতিজন যারা ক্রিকেট খেলেন, বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই ক্রিকেটার। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আন-চ্যালেঞ্জড বা মহিলাÑ আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয়, যারা দেশকে প্রতিনিধিত্ব করেন, তারা ক্রিকেটার এবং তাদের একটাই পরিচয় থাকা উচিত যে তারা ক্রিকেটার।’

‘আমার কাছে মনে হয়, এটা তাদের বোঝা উচিত। এখানে বলার কিছুই নাই। আমরা সব সময় একটা কথা বলি, আমরা সবাই সমান। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই সমান হয়ে থাকি, তাহলে এখানে ট্যাগ কেন? সো, আমার প্রশ্ন, তাদের কাছে আপনারা যখন বলেন যে সবাই সমান, সমান থাকলে ট্যাগ কেন? তাদের শুধু ক্রিকেটারই বলা উচিত।’ Ñযোগ করেন তিনি।