এশিয়ান যুব গেমস ও সাউথ এশিয়ান (এসএ) গেমস উপলক্ষে আজ ঢাকায় আসছেন কিরগিজস্তানের কোচ আকিকভ আবায়েভ। রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সরাসরি তিনি যাবেন রাজশাহী বিকেএসপিতে। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবা) স্টার-১ লেভেল কোর্স করা কোচ আকিকভ আবায়েভকে মাসিক ৩ লাখ টাকায় আনা হচ্ছে বলে জানান বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান। তার কথা, ‘আমরা গেমসে ছেলেদের ৯টি ও মেয়েদের ৬টি ইভেন্টে অংশ নিয়ে থাকি। তাই ২৮ জন বক্সার নিয়ে ১ আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে রাজশাহী বিকেএসপিতে। তাই কোচ ঢাকায় এসেই সরাসরি সেখানে চলে যাবেন। কারণ রাজশাহীতে বক্সার এবং কোচের আবাসনের ভালো ব্যবস্থা রয়েছে।’