আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হবে আইসিসি ২০২৫ নারী ওয়ানডে বিশ^কাপ আসর। মোটা দাগে দুটি কারণে আসন্ন বিশ^কাপটি বাংলাদেশ নারী দলের জন্য কঠিন চ্যালেঞ্জের হতে যাচ্ছে। প্রথম কারণ হলো, অনভিজ্ঞদের নিয়ে দল গঠন করেছে বাংলাদেশ। আর দ্বিতীয় কারণ হলো, বিশ^কাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছে না নারী দল। গত এপ্রিলে পাকিস্তানে বিশ^কাপ বাছাইপর্বে খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ফলে বিশ^কাপের মতো টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার আক্ষেপ থাকছেই।
বিশ^কাপের জন্য যে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেখানে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বিশ^কাপ বাছাইয়ে খেলা অভিজ্ঞ দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিমকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে আনকোরা উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তারকে। এখনো জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক-ই হয়নি রুবাইয়ার। দুই বছর আগে দুই ম্যাচ খেলা নিশিতাকে ফেরানো হয়েছে। আর গত বছরের মার্চে সুমাইয়া একমাত্র ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। এ তিন অনভিজ্ঞ ক্রিকেটারকে রেখে দল ঘোষণা করায় আলোচনা ও সমালোচনা হচ্ছে চারদিকে। এরই মধ্যে জাতীয় নারী দলের ক্রিকেটার বিশ^কাপ দলের সমালোচনা করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সকল নারী খেলোয়াড়কে অভিনন্দন। ওয়ার্ল্ড কাপে সকলের জন্য থাকবে দোয়া ও শুভকামনা। এবং অবশ্যই সবার ভালো পারফরম্যান্সের আশা করব।
সেই সাথে আমাদের সিলেকশন প্যানেলকে অভিনন্দন। ওয়ার্ল্ডকাপের মতো জায়গায় এতগুলো নতুন মুখ উপহার দেওয়ার জন্য। আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। কোনো প্রকার ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই ওয়ার্ল্ড কাপে খেলানোটা সত্যিই অসাধারণ।’ রুমানা আরও যোগ করেন, ‘অসাধারণ আপনাদের প্ল্যান। ওয়ার্ল্ড কাপে যে সাহসটা আপনারা দেখিয়েছেন এবং যে চ্যালেঞ্জ আপনারা নিয়েছেন, সেটা সত্যি বিরল হয়ে থাকবে। কিন্তু তাদের আরেকটু অভিজ্ঞ করে নেওয়া উচিত ছিল। তাদের কাছে এখনো অনেক সময় পড়ে আছে অভিজ্ঞতা অর্জন করার। কারণ ওয়ার্ল্ড কাপ লেভেলে সবাই অভিজ্ঞতাই খেলে। ওয়ার্ল্ড কাপ থেকে শিক্ষা নেওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আশা করি, আপনারা এই ওয়ার্ল্ড কাপ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন।’
বিশ^কাপের আগে দল নিয়ে যেমন কথা হচ্ছে, দলের প্রস্তুতিতেও বড় ধরনের ঘাটতি থাকছে। বিশ^কাপের আগে নারী দলের জন্য আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে ব্যর্থ হয়েছে বিসিবি। বিশ^কাপের জন্য বাংলাদেশ নারী দলের প্রস্তুতি বলতে ছয় ম্যাচের উইমেন্স চ্যালেঞ্জ কাপে খেলা, যেখানে জাতীয় নারী দলের ক্রিকেটারদের নিয়ে দুটি দল ও অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল খেলছে। এরই মধ্যে অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলের কাছে দুবার হেরেছে জাতীয় নারী দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দল। ঘরের মাঠে এ রকম টুর্নামেন্টে খেলে প্রস্তুতি নিয়ে বিশ^কাপে কতটা ভালো করতে পারবে বাংলাদেশ, সেটি চিন্তার বিষয়। তবে নারী ক্রিকেট দলের সামনে যে বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা নির্দি¦ধায় বলেই দেওয়া যায়।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ^কাপে খেলবে বাংলাদেশ। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ^কাপে প্রথমবারের মতো অংশ নেয় লাল-সবুজের জার্সিধারীরা। প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দেয় বাংলাদেশের মেয়েরা। এবার নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ দল কত দূর এগিয়ে যায়, সেটিই দেখার অপেক্ষা। বিশ^কাপ খেলতে যাওয়ার আগে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী ২৩ সেপ্টেম্বর বিশ^কাপ খেলার উদ্দেশ্যে শ্রীলঙ্কার বিমান ধরবেন জ্যোতিরা। শ্রীলঙ্কায় ২৫ ও ২৭ সেপ্টেম্বর বিশ^কাপের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে নারী দল। ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ^কাপ অভিযান শুরু হবে। এরপর গুয়াহাটিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এরপর বিশাখাপত্তনমে লড়াই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। শেষে মুম্বাইয়ে লড়াই শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন