সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:৪৮ এএম

বাংলাদেশের আফগান সিরিজ চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:৪৮ এএম

বাংলাদেশের আফগান সিরিজ চূড়ান্ত

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরে আমিরাতে হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি আসর। এই টুর্নামেন্ট শেষে হলে আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। গতকাল বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগানিস্তান দল আমিরাতকে নিজেদের ‘হোম’ হিসেবে ব্যবহার করে আসছে। সূচি অনুসারে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শেষ হওয়ার পর বাংলাদেশ ও আফগানিস্তান এই সংস্করণেই প্রথম মাঠে নামবে। ২ অক্টোবর শুরু সিরিজের পরের দুটি ম্যাচ ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর। পরের দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান জানান, ‘বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের সহযোগিতার দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার যৌথ প্রতিশ্রুতি তুলে ধরে।

সমর্থকেরা উপভোগ করবেন রোমাঞ্চকর ম্যাচ আর শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা।’ সূচি ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সিরিজটি আয়োজনের জন্য এবং ধারাবাহিক সহযোগিতার মানসিকতা দেখানোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে।’ দুই দলের সিরিজ শুরু হওয়ার আগেই অবশ্য এশিয়া কাপে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের। ১৬ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে খেলবে দুই দল। এরই মধ্যে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ও আফগানিস্তান।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি, ২ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি, ৩ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি, ৫ অক্টোবর

প্রথম ওয়ানডে, ৮ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে, ১১ অক্টোবর

তৃতীয় ওয়ানডে, ১৪ অক্টোবর

 

রূপালী বাংলাদেশ

Link copied!