সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:৫০ এএম

৩ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:৫০ এএম

৩ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রেকর্ড

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে ৪০০ রানের রেকর্ডটি গড়েছিল অস্ট্রেলিয়ানরাই। এরপর একই কীর্তি আরও গড়েছে তারা। তবে গতকাল ম্যাকাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার স্কোরকার্ডটি রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২ উইকেটে ৪৩১ রান করে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে টানা চার ওয়ানডে ম্যাচে ২০০ (১৯৩, ১৯৮, ১৬৩, ১৪০) করতে না পারা অস্ট্রেলিয়ানরা এবার রীতিমতো রেকর্ড গড়ে বসল। একই ম্যাচে সেঞ্চুরির ইনিংস খেললেন ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। এই প্রথম অস্ট্রেলিয়ার তিন ব্যাটার এক ইনিংসে তিনটি সেঞ্চুরি হাঁকালেন। এমন রেকর্ড গড়া ম্যাচে ২৭৬ রানের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

হেড ১৪২, ক্যামেরুন ১১৮* ও মার্শ ১০০ রানের ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়াকে বড় রানের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার হেড ও মার্শ। ৩৪.১ ওভার স্থায়ী দুজনের জুটিতে অস্ট্রেলিয়া পায় ২৫০ রান, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে সর্বোচ্চ (আগের সর্বোচ্চ ২০০২ সালে ম্যাথু হেইডেন-অ্যাডাম গিলক্রিস্টের ১৭০)। হেড ১০৩ বলে ১৭ চার ও ৫ ছক্কায় করে যান ১৪২ রান। মার্শও অবশ্য দুই ওভার পরই আউট হয়ে যান। তবে তিনিও পেয়েছেন সেঞ্চুরিÑ ১০৬ বলের ইনিংসে ৬ চার ও ৫ ছক্কায় করেন ঠিক ১০০। অস্ট্রেলিয়ার ইনিংসের বাকি অংশটা টেনেছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। দুজনের অবিচ্ছিন্ন ৮১ বলের জুটিতে যোগ হয় ১৬৪ রান। গ্রিন অপরাজিত থাকেন ৫৫ বলে ১১৮ রান করে, যার মধ্যে ৮টি ছক্কা, ৬টি চার। উইকেটকিপার-ব্যাটসম্যান ক্যারি ইনিংসের শেষ বলে পূর্ণ করেন ফিফটি। হেড, মার্শ ও গ্রিনÑ অস্ট্রেলিয়ার ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনজন।

ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরির ঘটনায় এটি পঞ্চম। দল হিসেবে দক্ষিণ আফ্রিকাই এই কীর্তি গড়েছে তিনবার। প্রথমবার ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাশিম আমলা, রাইলি রুশো ও এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয়বার একই বছর ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি ও ডি ভিলিয়ার্স। আর তৃতীয়বার ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ডি কক, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম। এ ছাড়া ইংল্যান্ডের ফিল সল্ট, ডেভিড ম্যালান ও জস বাটলার ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে একই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। ক্যামেরন গ্রিন সেঞ্চুরি পূর্ণ করেছেন ৪৭ বলে। এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় দ্রুততম। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গ্লেন ম্যাক্সওয়েলের (৪০ বলে)। এত দিন দ্বিতীয় দ্রুততমও ছিল ম্যাক্সওয়েলেরই (৫১ বলে)।

গতকাল সেটিই পেছনে ফেলেছেন গ্রিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ২ উইকেটে ৪৩১ ওয়ানডেতে দলটির দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি রানের ইনিংসটা ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে ৪৩৪ রান। ইতিহাসের প্রথম ৪০০ রানের সেই ইনিংস খেলার পর ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়া জিততে পারেনি। তবে এবার বড় জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়ানরা।

রূপালী বাংলাদেশ

Link copied!