ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

শারজায় বাংলাদেশের ‘বিশ্বকাপ প্রস্তুতি’

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৪৪ পিএম

এশিয়া কাপ খেলে দেশে ফেরেনি বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দল। কেননা সংযুক্ত আরব আমিরাতের মাঠেই আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ২ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এশিয়া কাপের হতাশা ভুলে আসন্ন সিরিজের দিকেই সব মনোযোগ এখন টাইগারদের। আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ^কাপে চোখ রেখেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন জাকের, তাসকিন, মোস্তাফিজরা। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপ। এ বিশ^কাপের আর মাত্র চার মাস বাকি। তাই আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বিশ^কাপের জন্য ভালো প্রস্তুতি হবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিও। ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে আমিনুল জানান, এশিয়া কাপে দল যে পারফরম্যান্স করেছে, তাতে গর্বিত তিনি। তবে ভারত ও পাকিস্তানকে হারানো উচিত ছিল বলে মনে করেন তিনি। ফাইনালে খেলার যোগ্যতর দল ছিল বাংলাদেশ। আমিনুলের মতে, সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। তিনি বলেন, ‘ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার। আমাদের সেই যোগ্যতাও ছিল। তারপরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। দলটা তরুণদের নিয়ে গড়া এবং প্রতিদিন উন্নতি করছে।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে এসেছি এবং শ্রীলঙ্কার সঙ্গে জিতেছি, এরপর ভারত-পাকিস্তান দুই দলের সাথেই জেতা উচিত ছিল। আফসোস নেই, পারফরম্যান্সে আমি গর্বিত।’ আমিনুল জানান, ব্যাটিংয়ে দলকে আরও উন্নতি করতে হবে। ভারতের কোচ গৌতম গম্ভীরও ঠিক একই কথা বোর্ড সভাপতিকে নাকি বলেছেন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল। তিনি বলেন, ‘গত ৪ মাসের পারফরম্যান্স দেখেন, পাকিস্তানের কাছে হেরেছি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছি। পাকিস্তান-নেদারল্যান্ডসের সাথে হোমে জিতেছি। সামনে আফগান সিরিজ আছে। ২০২৬ বিশ^কাপের ভালো প্রস্তুতি হবে। কিছু ভুল আমরা করছি। এগুলো যেন আর না হয়, উন্নতির ধারা যেন অব্যাহত থাকে।’ আফগানিস্তান সিরিজে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচেও দলের বাইরে ছিলেন তিনি। তার বদলে আফগান সিরিজে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। আর লিটনের জায়গায় দলে নেওয়া হয়েছে ওপেনার সৌম্য সরকারকে। এশিয়া কাপের দল থেকে আফগানদের বিপক্ষে সিরিজের স্কোয়াডে এই পরিবর্তনই এসেছে।

অন্যদিকে, অনেক আগেই বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তাদের টি-টোয়েন্টি দলে নেই আলোচিত বোলার ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব ও করিম জানাত। ওয়াফিউল্লাহ তারাখিল ও পেসার মোহাম্মদ সেলিম সাফি আফগান দলের নতুন মুখ। এ ছাড়া তরুণ পেসার বশির আহমদ ও আব্দুল্লাহ আহমদজাইকেও দলে রাখা হয়েছে। মুজিব উর রহমান শুধু টি-টোয়েন্টি সিরিজেই খেলবেন। ওয়ানডেতে সিরিজে রাখা হয়নি তাকে। আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে রিজার্ভ বেঞ্চে আছেন গজনফর ও রহমত শাহ জুরমতি। টি-টোয়েন্টি সিরিজের পর আবুধাবিতে ৮ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেটের লড়াই।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি:

২ অক্টোবর, প্রথম টি-টোয়েন্টি, শারজাহ
৩ অক্টোবর, দ্বিতীয় টি-টোয়েন্টি, শারজাহ
৫ অক্টোবর, তৃতীয় টি-টোয়েন্টি, শারজাহ
৮ অক্টোবর, প্রথম ওয়ানডে, আবুধাবি
১১ অক্টোবর, দ্বিতীয় ওয়ানডে, আবুধাবি
১৪ অক্টোবর, তৃতীয় ওয়ানডে, আবুধাবি