রোমাঞ্চ ছড়ানোর এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে ফাইনাল ম্যাচ শেষে তাৎক্ষণিক ট্রফি বুঝে পায়নি ভারতীয় দল। কাল্পনিক ট্রফি উদযাপন করে দুধের স্বাধ গুলে মিটিয়েছেন সূর্যকুমার যাদবরা। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই অভিযোগ করেছে, তাদের জেতা এশিয়া কাপ ট্রফি ও খেলোয়াড়দের পদক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নাকভি হোটেলে নিয়ে গেছেন! যত দ্রুত সম্ভব তা ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এ ছাড়া এশিয়া কাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘটনায় কড়া প্রতিবাদের কথাও বলছেন তিনি। চ্যাম্পিয়ন হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত দল। পরে ভারতীয় দলকে ট্রফি না দিয়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ভারতের খেলোয়াড়েরা ট্রফি ছাড়াই মাঠ ছেড়ে যান। বিসিসিআই সচিব সাইকিয়া বলেন, ‘ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধ করছে, আর সেই দেশের একজন নেতা আমাদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল।
আমরা সেই ব্যক্তির কাছ থেকে ট্রফি নিতে পারি না, যিনি এমন একটি দেশকে প্রতিনিধিত্ব করেন, যে দেশ আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তাই আমরা সেই ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছি।’ নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। বিসিসিআই সচিব নাকভির রাজনৈতিক পরিচয়কে তার হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানিয়ে এরপর বলেন, ‘ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছি। কিন্তু এর মানে এই নয় যে ভদ্রলোক সেই ট্রফি আর মেডেলগুলো, যেগুলো আমাদের দেশকে দেওয়ার কথা, নিজের হোটেল রুমে নিয়ে চলে যাবেন। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমরা আশা করি তার সুস্থ বুদ্ধি জাগ্রত হবে।’
এদিকে, পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়কে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুরে’র সঙ্গে তুলনা করেছেন। অপরদিকে, কল্পিত ট্রফি নিয়ে উদযাপনের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘এমন কিছু কখনো দেখিনি’। আর এশিয়া কাপে ভারত ক্রিকেটকে অসম্মান করছে বলে দাবি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ভারতীয় দলের আচরণকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছেন তিনি।
ফাইনালের নাটকীয় পুরস্কার বিতরণীর পর সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘এই টুর্নামেন্টে ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক। তারা আমাদের সঙ্গে হাত না মিলিয়ে আমাদের অসম্মান করছে না, তারা ক্রিকেটকেই অসম্মান করছে। ভালো দলগুলো এমনটা করে না, যেটা তারা করেছে। আমরা নিজেরাই ট্রফির সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম। কারণ, এটা আমাদের দায়িত্ব ছিল। আমরা সেখানে দাঁড়িয়ে পদক নিয়েছি। আমি কঠিন ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে।’ ভারত টুর্নামেন্টজুড়ে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো, ফটোশুটে অংশ নেওয়া থেকে বিরত ছিল। যা নিয়ে এবারের এশিয়া কাপে উত্তেজনা ছিল অনেক দিন ধরেই।
এবারের এশিয়া কাপে ফাইনালসহ মোট তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কোনোটিতেই টসে ও ম্যাচের পর দুই দলের হাত না মেলানো, ট্রফি প্রদান অনুষ্ঠানে দুই দলের আলাদা জায়গায় দাঁড়িয়ে থাকার মতো ঘটনাগুলোর জন্য ভারতকেই দায়ী করেছেন পাকিস্তান অধিনায়ক। অন্যদিকে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘ক্রিকেট খেলা শুরুর পর বা যত দিন ধরে অনুসরণ করি, কখনো এমন কিছু দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হচ্ছে না। তা-ও আবার সেটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে, এমন না যে আমরা খুব সহজেই পেয়ে গেছি। আমার মনে হয় আমরা এটার প্রাপ্য ছিলাম, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি না।’