ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ওয়ানডের অধিনায়কও হতে চান সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০২:০৯ এএম

আজ পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত। তবে এই সিরিজে নেই সূর্যকুমার যাদব। তিনি নেতৃত্ব দেবেন ভারতের টি-টোয়েন্টি দলে। ওয়ানডে সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার বলেছেন, তিনি এবার ওয়ানডে সংস্করণের ক্রিকেটেও দলে নেতৃত্ব দিতে চান। কিছুদিন আগে ভারতের ওয়ানডে সংস্করণের অধিনায়কত্ব পেয়েছেন শুভমান গিল। টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর ৫০ ওভারের ম্যাচেও নেতৃত্বের অভিষেক হচ্ছে এই টপ অর্ডার ব্যাটসম্যানের। তবে সূর্যকুমারের বিশ^াস, ৫০ ওভারের সংস্করণে যদি নিয়মিত সুযোগ পেতেন, তাহলে তিনিও ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হতে পারতেন। সম্প্রতি তার নেতৃত্বে টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতেছে ভারত। এক পডকাস্টে নিজের ওয়ানডে অধিনায়ক হওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেছেন সূর্যকুমার, ‘এখন ভাবছি, যদি ওয়ানডে সংস্করণে ভালো করতে পারতাম, যেমন এখন টি-টোয়েন্টিতে করছি, তাহলে হয়তো ওয়ানডে অধিনায়কত্বও পেতাম। এখন বিষয়টা নিয়ে ভাবি, আগে ভাবিনি।

কারণ সংস্করণটা ৩০ ওভারের মতোই লম্বা, বলের রং একই, জার্সিটাও প্রায় একই। তবু আমি চেষ্টা করব, শতভাগ দেব। এটা সব সময়ই আমার একটা স্বপ্ন।’ সূর্যকুমারের নেতৃত্বে পাকিস্তানকে হারিয়ে ২০২৫ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে ওয়ানডে দলে এখনো নিয়মিত হতে পারেননি তিনি। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন সূর্য। এই সংস্করণে ৩৫ ইনিংসে তার সংগ্রহ ৭৭৩ রান।

সূর্যকুমারের মতে, ওয়ানডে সংস্করণে সুযোগ কাজে লাগাতে পারলে নিয়মিত হতে পারতেন। তখন হয়তো রোহিত শর্মার অধ্যায়ের পর অধিনায়কত্ব পাওয়ার সম্ভাবনা থাকত তার। এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘যখন আমরা বাড়িতে থাকি, এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়। আমি স্ত্রীকে বলি, যদি ওয়ানডেতে ভালো করতে পারতাম, কে জানে! রোহিত ভাই যখন ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেবেন, তখন কে নেতৃত্ব দেবে? যদি তুমি ভালো পারফর্ম করো, তাহলে তুমিও একজন ভালো দাবিদার হতে পারো। কিন্তু এখন পর্যন্ত ওয়ানডেতে সেই সুযোগ পাইনি।’