নরসিংদীর রায়পুরায় লোচনপুর যুবসমাজের উদ্যোগে ২০২৪-২৫ ইং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে লোচনপুর যুবসমাজের উদ্যোগে ২০২৪-২৫ ইং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সাউথইস্ট ব্যাংক নরসিংদী জেলা শাখার সিনিয়র অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন সোহাগের সভাপতিত্বে ও ধারা বর্ণনায় মো. আলমগীর হোসেন শুভর পরিচালনায় উপস্থিত ছিলেন উত্তর বাখরনগর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মো. জামাল মোল্লা, বেলাবো উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম আহমেদ, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কাজী মোজাম্মেল হক, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলমগীর আকাশ, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা মো. শ্যামল মীর প্রমুখ।
মাঠের চারপাশে শত শত দর্শককে খেলা উপভোগ করতে দেখা গেছে।
উক্ত খেলায় অংশগ্রহণ করে শিবপুর ফুটবল একাদশ বনাম আমতলী ফুটবল একাদশ। নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দলে ০-০ গোলে সমতা আনলে ট্রাইবেকারে শিবপুর ফুটবল একাদশ ৩ এবং আমতলী ফুটবল একাদশ ১ গোল করে। ২ গোলের ব্যবধানে আমতলী ফুটবল একাদশকে হারিয়ে শিবপুর ফুটবল একাদশ জয়লাভ করে।
খেলা শেষে আগত অতিথিরা বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার এলইডি টিভি তুলে দেন।