ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

এশিয়ান ইয়ুথ গেমস

পদক জয়ের মিশনে আজ বাহরাইন যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:০৯ এএম

আগামী ২২-৩১ অক্টোবর বাহরাইনের মানামা শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান যুব গেমসের তৃতীয় আসর। বাংলাদেশসহ এশিয়ার মোট ৪৫টি দেশের আনুমানিক ৪ হাজার তরুণ ক্রীড়াবিদ এই বহুজাতিক ক্রীড়া আসরে অংশ নিচ্ছে। এই ক্রীড়াযজ্ঞে যোগ দিতে আজ ২১ অক্টোবর বাহরাইনে যাচ্ছে বাংলাদেশ দল। এশিয়ান যুব গেমসের প্রথম আসর ২০০৯ সালে সিঙ্গাপুরে এবং দ্বিতীয় আসর ২০১৩ শালে চীনের নানজিংয়ে অনুষ্ঠিত হয়। প্রথম এশিয়ান যুব গেমসে ৪টি ডিসিপ্লিনে মোট ১২ জন এবং দ্বিতীয় আসরে ৮টি ডিসিপ্লিনে মোট ১৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। কিন্তু এ দুটি আসরে পদক পায়নি বাংলাদেশ। এবার পদক জয়ের মিশন বাংলাদেশের। এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নেবে ১৩টি ডিসিপ্লিনে। অ্যাথলেট, কোচ, ম্যানেজার, টিম অফিসিয়াল মিলিয়ে লাল-সবুজদের ৮১ জনের বহর যাচ্ছে বাহরাইনে। যেখানে রয়েছেন ৬০ জন অ্যাথলেট এবং ২১ জন কোচ, ম্যানেজার ও টিম অফিসিয়াল। এশিয়ান ইয়ুথ গেমসকে সামনে রেখে অ্যাথলেটরা নিরবচ্ছিন্ন অনুশীলন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের সেফ দ্য মিশন তথা দলনেতা ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর।

একাধিক ইভেন্ট থেকে পদক জয়ের বিষয়ে বেশ আশাবাদী তিনি। হুমায়ুন কবীর বলেন, ‘আসন্ন এশিয়ান ইয়ুথ গেমসে অংশগ্রহণ করতে যাওয়া বাংলাদেশ দলের সব খেলোয়াড়ের দক্ষতা অর্জন ও কাক্সিক্ষত ফলাফল নিশ্চিত করার পাশাপাশি প্রতিযোগিতাসংক্রান্ত সার্বিক বিষয়ে সঠিকভাবে সমন্বয় করতে আমি বদ্ধপরিকর।’ এবারের আসরে বাংলাদেশ যে ১৩ ডিসিপ্লিনে অংশ নেবে, সেগুলো হলোÑ অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল, সাইক্লিং, গলফ, জুডো, কাবাডি, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ানডো, ভারোত্তোলন ও রেসলিং। একাধিক ইভেন্টে পদক জয়ের আশার কথা জানিয়ে হুমায়ূন কবীর আরও বলেন, ‘বিগত ইয়ুথ গেমসসমূহে কোনো উল্লেখযোগ্য সাফল্য না থাকলেও এবারের আসরে কাবাডি, রেসলিং এবং গলফে আমাদের আসাব্যঞ্জক ফলাফল অর্জনের প্রত্যাশা রয়েছে।

এই তিনটি দল ছাড়াও অন্যান্য দলও ভালো ফলের আশাবাদ ব্যক্ত করেছে এবং সেই অনুযায়ী অনুশীলন চালিয়ে যাচ্ছে।’ আসন্ন ইয়ুথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করার জন্য বক্সার সানি আহমেদ ব্যাপারি এবং তরুণী কাবাডি দলের অধিনায়ক তাহরিমকে মনোনীত করেছে বিওএ।