ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিশেষজ্ঞ ব্যাটিং কোচের খোঁজে বিসিবি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:১৫ এএম

ওয়ানডে ক্রিকেটে প্রায় প্রতি ম্যাচেই বাংলাদেশের ব্যাটিংয়ের দৈন্যদশা দেখা যাচ্ছে। দীনহীন ব্যাটিংয়ে হারের হতাশায় পুড়ছে দল। ব্যাটিংয়ের দুর্দশা কীভাবে কাটিয়ে উঠা যায়, সেটি নিয়ে ভাবনায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা, ২০২৭ ওয়ানডে বিশ^কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে ব্যাটিংয়ের দুরাবস্থা কাটিয়ে উঠতেই হবে। তাই ব্যাটারদের সেরা ছন্দে ফেরানোর জন্য একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ আনতে চায় বিসিবি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সঙ্গে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নেই। ব্যাটিং বিভাগটি এখন দেখছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচের দাবিটা উঠছে মূলত, গত আফগানিস্তানের বিপক্ষে দেশের ব্যাটিং ভয়াবহ বিপর্যয়ে। ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথমবারের মতো আফগানদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। গতকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেনি তারা। টানা ৪৫ ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটি শত রান পায়নি। আর ৩৭ ম্যাচে ওপেনারদের ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি। ঘন ঘন উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনায় ফল পাওয়া যায়নি। অন্য ব্যাটাররাও নিয়মিত রান পাচ্ছেন না। ফলে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটছে না কিছুতেই। তাই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ এনে ব্যাটিংয়ে স্বরূপে ফিরতে চায় বাংলাদেশ। এর আগে বাংলাদেশ দলের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন ডেভিড হেম্প, নিক পোথাস, নিল ম্যাকেঞ্জি, অ্যাশওয়েল প্রিন্স ও থিলান সামারাবিরা। তাদের মতোই একজনকে খুঁজছে বিসিবি।

যার অধীনে ব্যাটাররা টেকনিক, মানসিকতা ও প্রস্তুতি নিয়ে কাজ করবেন। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী আয়ারল্যান্ড সিরিজের আগেই নতুন ব্যাটিং কোচ নিয়োগের চেষ্টা চলছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এরই মধ্যে বেশ কয়েকজন বিদেশি কোচ আলোচনায় আছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ান কোচের নামই এগিয়ে আছে। জানা যায়, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ব্যাটিং কোচ নিয়ে এক দফা আলোচনা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গেও। কেননা বর্তমানে দল ব্যাটিংয়ে ভুগছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে বিশেষজ্ঞ ব্যাটিং কোচের বিকল্প নেই। কেননা ব্যাটাররা ছন্দে নেই। রান পাচ্ছেন না। রান পেলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং বিভাগ দেখলেও অন্যদিকেও নজর রাখতে হয়। তাই ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য কোচের খোঁজে আছে বিসিবি।