১০০০ গোলের টার্গেট সেট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই টার্গেট পূরণের পথে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন এই পর্তুগিজ ফুটবল মহাতারকা। এরই মধ্যে গত শনিবার রাতে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অর্থাৎ, ১০০০ গোলের মাইলফলক পূর্ণ করতে আর মাত্র ৫০টি গোল প্রয়োজন বয়স ৪০ পেরিয়ে যাওয়া রোনালদোর। তার ৯৫০ গোলের মাইলফলক ছোঁয়ার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হাজমের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্যাপনের ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আনন্দিত। সব সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।’ প্রতিপক্ষের মাঠে জয়ের পথে ম্যাচের ৮৮ মিনিটে লক্ষ্য ভেদ করেন রোনালদো। এর আগে ম্যাচের ২৫ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। এটি চলতি প্রো লিগে ফেলিক্সের ছয় ম্যাচে নবম গোল। ফেলিক্স-রোনালদোর গোলে পাওয়া এ জয়ে চলতি মৌসুমের দুর্দান্ত শুরুটাও ধরে রাখল শীর্ষে থাকা আল নাসর। ছয় ম্যাচের প্রতিটিতে জেতা দলটির পয়েন্ট এখন ১৮। দারুণ ছন্দে থাকা রোনালদো এই মৌসুমে আট ম্যাচে করেছেন ৭ গোল। যেখানে সৌদি লিগে ছয় ম্যাচে মাঠে নেমে তার গোল ৬টি। অন্য গোলটি এসেছে সৌদি সুপার কাপে। আর ২০২৫ সালে রোনালদো সব মিলিয়ে গোল করেছেন ৩৮ ম্যাচে ৩৪টি, যেখানে ক্লাবের হয়ে ৩০ ম্যাচে ২৬ গোল এবং জাতীয় দলের হয়ে রোনালদো করেছেন আট ম্যাচে ৮ গোল। সব মিলিয়ে ২০২৬ বিশ^কাপ ও হাজার গোলের মাইলফলক সামনে রেখে দুর্দান্ত এক বছরই পার করছেন রোনালদো।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন