ভারতের রাচিতে চলমান সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রথম দিন কোনো পদক পায়নি বাংলাদেশ। তবে গত শনিবার (২৫ অক্টোবর) দ্বিতীয় দিনে প্রথম পদক জয় করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ৪ গুণিতক ১০০ মিটার পুরুষ রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছে তারা। অ্যাথলেটিকস ট্র্যাকে পুরুষ রিলেতে পাঁচ দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় হয়েছে। সাবেক দ্রুততম মানব মো. ইসমাইলের সঙ্গে আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম দৌড়েছেন। তারা ৪০.৮৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন।
এই ইভেন্টে ৩৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে শ্রীলঙ্কার অ্যাথলেটরা। অন্যদিকে স্বাগতিক ভারতের দৌড়বিদেরা রৌপ্য জিততে সময় নিয়েছে ৪০.৬৫ সেকেন্ড। পুরুষ রিলের পরপরই ৪ গুণিতক ১০০ মিটার মেয়েদের রিলে হয়েছে। এ ইভেন্টে বাংলাদেশ অল্পের জন্য পদক হারিয়েছে। ৪৮.২১ সেকেন্ড টাইমিংয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ৪৭.৭৯ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে ব্রোঞ্জ জিতেছে মালদ্বীপ। ৪০০ মিটার স্প্রিন্ট নারী, পুরুষ, হাইজাম্প, ডিসকাস থ্রো, ১১০ মিটার হার্ডেলস ইভেন্টের পদক নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ এসব ইভেন্টে পদক জিততে পারেনি। এরপর লংজাম্প ও ৪ গুণিতক ৪০০ মিটার নারী-পুরুষ স্প্রিন্ট ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন