সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৫৯ এএম

হ্যাটট্রিক জয় ম্যানইউর, হারল লিভারপুল

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৫৯ এএম

হ্যাটট্রিক জয় ম্যানইউর, হারল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ৪-২ গোলে হারায় ব্রাইটনকে। তবে রোমাঞ্চকর ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হারল লিভারপুল। তাদের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ব্রেন্টফোর্ড। এ নিয়ে টানা চার ম্যাচে হারের মুখ দেখল গত আসরের লিগ চ্যাম্পিয়নরা। অপর ম্যাচে চেলসিকে হারিয়ে চমক দেখিয়েছে এই মৌসুমেই প্রিমিয়ার লিগে ওঠা সান্ডারল্যান্ড।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ রুবেন আমোরিমের শিষ্যরা। এই জয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল ম্যানইউ। ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল তারা। ২৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথুস কুনহা দলের হয়ে স্কোরের সূচনা করেন। মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন স্বদেশি মিডফিল্ডার ক্যাসেমিরো। তাতে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় স্বাগতিকেরা। বিরতির পর ৬১ মিনিটে স্কোরশিট ৩-০ করেন ব্রায়ান এমবেউমো। তবে এর পরই বদলে যায় চিত্র। ৭৪ মিনিটে পুরোনো ক্লাবের বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন ড্যানি ওয়েলবেক। শেষ মুহূর্তে চারালামপোস কোস্টৌলাসের হেডে গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-২। তখন উদ্বেগ ছড়িয়ে পড়ে ইউনাইটেড শিবিরে। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে এমবেউমোর দ্বিতীয় গোলেই স্বস্তি ফেরে। ১২ গজ দূর থেকে শক্তিশালী শটে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইউনাইটেড।

এদিকে, লিগে টানা তিন ম্যাচে হারা লিভারপুল গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বড় জয়ে কাটায় জয়খরা। তবে প্রিমিয়ার লিগে ফিরতেই ফের খেই হারিয়েছেন কোচ আর্নে স্লটের শিষ্যরা। জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। সতীর্থের হেড পাসে দেওয়া বল ভলিতে জালে পাঠান ড্যাঙ্গো উয়াত্তারা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডামসগার্ডের বাড়ানো পাস ধরে ডি-বক্সে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন শ্যাডা। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লিভারপুলের পক্ষে একটি গোল শোধ করেন মিলোস কেরকেজ। বিরতির পর ৬০ মিনিটে ড্যাঙ্গোকে ডি-বক্সে ফাউল করেন ভার্জিল ফন ডাইক। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে পাঠান ইগর থিয়াগো। ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে মোহাম্মদ সালাহর গোলে লিভারপুল ব্যবধান কমালে ম্যাচে রোমাঞ্চ জাগে। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। কিন্তু মরিয়া চেষ্টা চালিয়েও আর গোল আদায় করতে না পারায় সমতায় ফিরতে পারেনি অলরেডরা। এ নিয়ে লিগে টানা চার ম্যাচে হারলো লিভারপুল। প্রথম পাঁচ ম্যাচে টানা জেতা অলরেডরা এই হারে ১৫ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে। অন্যদিকে, ব্রেন্টফোর্ড সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।

অপর ম্যাচে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে নবাগত দল সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গেছে চেলসি। আলেহান্দ্রো গারনাচোর চেলসির জার্সিতে প্রথম গোলে ৪ মিনিটের মাথায় লিড নিয়েছিল চেলসি। কিন্তু ২২ মিনিটে উইলসন ইসিদোর এবং ৯৩ মিনিটে চেমসডাইন তালবি গোল করে সফরকারীদের দারুণ এক জয় এনে দেন। ৯ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে সান্ডারল্যান্ড। এক ম্যাচ কম খেলেই ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে চেলসি।

রূপালী বাংলাদেশ

Link copied!