ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কলাপাড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৯:০৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচ সভা অনুষ্ঠিত হয়েছে।

"পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে মানববন্ধনের আয়োজন করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেসক্লাব, আমরা কলাপাড়াবাসী, এনিমেল লাভার্স অব পটুয়াখালী, কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি।

মানববন্ধন শেষে কুয়াকাট প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক সংগঠনের নেতারা বন্যপ্রাণী বিপন্ন রোধে সচেতনতা বৃদ্ধি ও রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর সর্বত্র সঠিক প্রয়োগের আহবান জানান।