ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার রুহুল আমিনের ইন্তেকাল

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০২:২৮ পিএম
ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার রুহুল। আমিনের ইন্তেকাল ছবি: রূপালী বাংলাদেশ

ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, লাকসাম পলাশ সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইয়া গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোকছোদ আলী‍‍`র বড় ভাই মো. রুহুল আমিন মাষ্টার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ... রাজিউন। তিনি রবিবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে ঢাকা ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন।

মাষ্টার রুহুল আমিনের মৃত্যুতে ভাইয়া হাউজিং, প্রভাতী ইন্সুইরেন্স, প্যাসিফিক কনজুমার গুডস লি., লাকসাম বণিক সমিতি, লাকসাম হাজী এন্টারপ্রাইজসহ বিশিষ্টরা গভীর শোক প্রকাশ করেন।

সোমবার ৪ নভেম্বর দুপুর ২টায় নিজ গ্রাম ডুরিয়া বিঞ্চুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।