বাংলাদেশ আ-আম জনতা পার্টির আহ্বায়ক ড. মো. রফিকুল আমীন বলেছেন, ‘মহান মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশ গঠনে তাদের ভূমিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক-শ্রমিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। আ-আম জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে শ্রমিকের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।’
দিবসটি পালন উপলক্ষে আ-আম জনতা পার্টি বৃহস্পতিবার বিকেলে ‘জুলাই আন্দোলনে শ্রমিকের ভূমিকা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দলটির সদস্যসচিব ফাতিমা তাসনিম।
তিনি বলেন, ‘আ-আম জনতা পার্টি শ্রমিকের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে। আগামীতে শ্রমিকদের সংসদের পাঠানোর জন্য আমরা কাজ করব, ১২ ঘন্টা কাজ করেও বেতনের জন্য আন্দোলন করতে হয়। এই বৈষম্য দূরীকরণে কাজ করব।’
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শ্রমিক নেতারা বক্তব্য দেন।
সরকারের কাছে শ্রমিকদের অধিকারের ৬ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো:
১. ভূমিহীন কৃষি শ্রমিকদের পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় ভূমিসহ কৃষি উৎপাদন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।
২. জাতীয় সংসদে কৃষিজীবী-শ্রমজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
৩. কৃষি শ্রমিকদের সারা বছর কাজের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. চরাঞ্চল ও বিভিন্ন সরকারি ফসলি খাস জমি ভূমিহীন কৃষক-শ্রমিকদের মধ্যে বণ্টন করতে হবে।
৫. কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষিপণ্যভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে।
৬. মাফিয়া চক্রের হাত থেকে কৃষক-শ্রমিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।