ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে নিহত হয়েছেন চাচা দেলোয়ার হোসেন দিলু (৪৫)।
বৃহস্পতিবার (১ মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা এনামুলকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুভখিলা গ্রামের মৃত শিরো মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে তার আপন চাচাতো ভাই হামিদুল হকের ছেলে এনামুল হকের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল।
কয়েকদিন আগে এনামুল হক জোরপূর্বক গাছ কেটে নেওয়ায় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলেন দেলোয়ার হোসেন দিলু। এতে এনামুল ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দা দিয়ে দিলুকে কুপিয়ে আহত করেন। স্বামীকে বাঁচাতে গেলে দিলুর স্ত্রী রুমা আক্তারকেও কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়রা আহত দেলোয়ার হোসেন দিলু ও রুমা আক্তারকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার আগেই দিলু মারা যান।
নান্দাইল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এনামুল হককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।